বাকৃবিতে শস্য বীজের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ -২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের কনফারেন্স হলে 'শস্য বীজ এর জীবাণু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ' বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচী এর উদ্বোধনী ২৬মে ২০২৫, সোমবার সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ.কে.এম. গোলাম দস্তগীর, প্রফেসর ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিল।প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো: আইয়ুব আলী'র সভাপতিত্বে এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পুর্ণিমা দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য দিনব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের অধিভুক্ত সমিতির আওতাভুক্ত সর্বমোট ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন ।