Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের আয়োজনে 'গবেষণাগারের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, সংরক্ষণ এবং ট্রাবল শুটিং' শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার এবং নেটওয়ার্ক অফ ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পার্সোনেল এন্ড ইউজার সাইন্টিস্ট অফ বাংলাদেশ (নাইটাব) এর যৌথ আয়োজনে 'গবেষণাগারের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, সংরক্ষণ এবং ট্রাবল শুটিং' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী ০৮ মে ২০২৫ বিকাল ৪ঃ০০ টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক এবং প্রশিক্ষণ আয়োজনের আহবায়ক প্রফেসর ড. মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহিদুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মোশারফ উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী আজিজ আহমেদ।
বাকৃবিসহ বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে আসা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত মোট ১৮জন কর্মকর্তা-কর্মচারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রশিক্ষণ আয়োজনকারীদেরকে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ ধরনের প্রশিক্ষণ আরো আয়োজনের নির্দেশনা দেন ।
এ সময় তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞাণ গবেষণাগারে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গবেষণা অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি । অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন গবেষণাগারের গবেষকগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রশিক্ষণ আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আজিজ আহমেদ জানান, ০৬ দিনব্যাপী চলমান এর প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত যন্ত্রপাতি যার মধ্যে বিভিন্ন রেঞ্জের মাইক্রোস্কোপ, অটোক্লেভ, মাইক্রো-ওভেন,বিভিন্ন মাত্রার ওয়েট মেশিন, সেকার, এলিছা রিডার, পিএইচ মিটার, থারমোসিস এনিমোমিটার, ম্যাগনেটিক স্টেরিয়ার, ল্যাবোফিউজ, সেন্ট্রিফিউজ, বায়োকেমিক্যাল এনালাইজার, জেল ইলেকট্রোফরেসিস চেম্বার ইত্যাদিসহ মোট ৫০ টি যন্ত্রপাতি বিনা খরচে মেরামত করা হয়েছে।

Publish Date: 08 May, 2025