বাকৃবিতে 'Accreditation policy for Engineering Degree: BAETE Perspective" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর আয়োজনে রবিবার (০৪ মে ২০২৫) দুপুর ৩.০০টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুমে 'Accreditation policy for Engineering Degree: BAETE Perspective' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় উক্ত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আব্দুল্লাহ ইকবাল। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কে এবং এবিষয়ে আগ্রহ প্রকাশ করার জন্য কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যত প্রতিযোগিতামুলক পৃথিবীতে সক্ষমতা অর্জনের লক্ষ্যে মনোযোগ সহকারে এই কর্মশালা সম্পন্নকরণে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সকলবিভাগের বিভিন্ন পর্যায়ের ২৩ জন শিক্ষকসহ সর্বমোট ৪৫ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।