Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে পুকুর ঘাট "ভ্রাতৃত্বের মোহনা" এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল লেকের পশ্চিম পাড়ে ৫টি ছাত্র হলের মিলনমেলায় নবনির্মিত পুকুরঘাট 'ভ্রাতৃত্বের মোহনা'র উদ্বোধন (০৩ মে ২০২৫) শনিবার সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত হয়।পুকুর ঘাট নির্মাণ কমিটির সভাপতি এবং মৎস্য বিজ্ঞান অনুষদ এর ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড.মো: রুহুল আমিন এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক।
শহীদ শামসুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় বক্তব্য দেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এবং শহীদ শামসুল হক হলের ছাত্র রিজভী। এসময় অন্যান্যের মাঝে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঞাঁসহ আমন্ত্রিত বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 03 May, 2025