"জনগণের ট্যাক্সের টাকায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রকৃতভাবে জনকল্যাণমুখী কাজে লাগাতে হবে" - পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বাকৃবি ভিসি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং বাকৃবি গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর ব্যবস্থাপনায় সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২৫ এবং ২৬ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ ২৮ জানুয়ারি, ২০২৫ মঙ্গলবার বিকাল ০৪.০০টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিটিআই বোর্ড অব কো-অর্ডিনেশন এর সদস্য প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, বাউএক পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন,ডেপুটি রেজিস্ট্রার-১ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তার এবং লেকচারার মোঃ সবুজ রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৪জন প্রশিক্ষণার্থী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে নিজেদের অপরিহার্যতা প্রমাণের তাগিদ দেন। তিনি আরো বলেন- সততা, কঠোর পরিশ্রম এবং সুব্যবহার আজীবন চর্চা করতে হবে, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় অর্জিত এই প্রশিক্ষণের মাধ্যমে বাকী জীবন যেন জনগণের সেবা করা যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।
উল্লেখ্য যে, সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুধুমাত্র বাকৃবির জিটি আই তে নিয়মিতভাবে হয়ে থাকে। গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচীর দুটি ব্যাচের ৫০ জন কর্মকর্তাদের মাঝে পারফরম্যান্স বিবেচনায় গ্রুপ পর্যায়ে ৪টি এবং ব্যাক্তি পর্যায়ে ৬টি পুরস্কার প্রদান করা হয়।