
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আন্তঃহল ব্যাডমিন্টন,টেবিল-টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগীতা-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী শনিবার (২৫/০১/২০২৫) বিকাল সাড়ে ৫টায় ক্রীড়া বিভাগের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিল আহবায়ক প্রফেসর ড. মো:রুহুল আমিন, প্রক্টর, প্রফেসর ড. মো: আব্দুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির এবং পিএনডিসি এর সদস্য প্রফেসর ড. মো.বোরহান উদ্দিন।
টুর্নামেন্টের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে (ছাত্রী) বেগম রোকেয়া হল এবং রানার আপ সুলতানা রাজিয়া হল। চ্যাম্পিয়ন (ছাত্র) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল এবং রানার আপ বঙ্গবন্ধু শেখ মুজিব হল। কেরাম খেলায় চ্যাম্পিয়ন (ছাত্রী) তাপসী রাবেয়া হল এবং রানার আপ ৩৬ জুলাই হল। চ্যাম্পিয়ন (ছাত্র) ফজলুল হক হল এবং রানার আপ বঙ্গবন্ধু শেখ মুজিব হল। টেবিল টেনিস খেলায় চ্যাম্পিয়ন (ছাত্রী) তাপসী রাবেয়া হল এবং রানার আপ বেগম রোকেয়া হল। চ্যাম্পিয়ন (ছাত্র) বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং রানার আপ শাহজালাল হল। ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন (ছাত্রী) বেগম রোকেয়া হল এবং রানার আপ সুলতানা রাজিয়া হল। চ্যাম্পিয়ন (ছাত্র) বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং রানার আপ ঈশাখা হল। এছাড়াও ক্যারাম খেলায় সেরা খেলোয়াড় তাপসী রাবেয়া হলের ফাতেমাতুজ জোহরা এবং ফজলুল হক হলের কিরণ বিজয়ী হয়েছে । টেবিল টেনিস খেলায় সেরা খেলোয়ার তাপসী রাবেয়া হলের মিম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হলের মুয়ীদ। ব্যাডমিন্টন খেলায় সেরা খেলোয়াড় বেগম রোকেয়া হলের সিফাত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হলের মুয়ীদ।
প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক এর সাথে এক্সট্রা একাডেমিক বিশেষ করে স্পোর্টস এবং সাংস্কৃতিক, কালচারাল বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বুস্ট আপ করার চেষ্টা করছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে যা তাদের মধ্যে প্রাণ সঞ্চার করেছে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়া বড় কথা নয় তোমরা খেলোয়াড়ী মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এটা বড় বিষয়। যারা বিজিত হয়েছো তোমরা আগামীতে বিজয়ী হয়ে আমাদের কাছ থেকে পুরস্কার নেবে এ অনুপ্রেরণা তোমাদেরকে দিতে চাই। আমাদের টেনিস কোর্ট পুননির্মাণ এবং ওয়াটার পোলোও পুনরুজ্জীবিত করা হবে। ভবিষ্যতে আমরা এ বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা এবং কালচারাল প্রোগ্রাম গুলোকে আরো গতিশীল করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
Publish Date: 25 Jan, 2025