Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃহল ব্যাডমিন্টন,টেবিল-টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগীতা-২০২৫ এর উদ্বোধনী  সোমবার(২০/০১/২০২৫) বিকাল ৪.৩০টায় ক্রীড়া  বিভাগের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে  এবং ভারপ্রাপ্ত পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো:রুহুল আমিন আহবায়ক,প্রভোস্ট কাউন্সিল, প্রফেসর ড. মো: আব্দুল আলীম প্রক্টর, বাকৃবি,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে   আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রফেসর ড. খায়রুল হাসান ভুইয়া, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়ে জীবন একটা পরিবর্তন এনেছে সেই পরিবর্তনের সূত্র ধরে ছাত্র-ছাত্রীরা হলে উন্নততর পরিবেশ পাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি  সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেন সঠিক ট্র‍্যাকে আসতে পারে জীবনকে সুন্দর করতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন ক্রীড়াই হচ্ছে শক্তি যার মাধ্যমে শরীর ও মনের উৎকর্ষ সাধন হয় তাই সকল ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জীবনের সফলতা অর্জনের তাগিদ দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

উল্লেখ্য যে ২০-২৫ জানুয়ারী ৬দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বাকৃবির ১৪টি  হলের ১৪টি গ্রুপের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

Publish Date: 20 Jan, 2025