
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার(১৯/০১/২০২৫) সকাল ৯.৩০টায় শিক্ষক কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জিয়াউর রহমান ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, মনিটর, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগ। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. আকিকুল ইসলাম আকিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান আতিক, আহবায়ক ছাত্রদল বাকৃবি শাখা, কৃষিবিদ ড. এ কে এম মাহাবুবুর রশীদ গোলাপ, সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন, কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক, শিক্ষা বৃত্তি প্রকল্প উপ-কমিটি, জেডআরএফ, প্রফেসর ড. সামছুল আলম ভূঁইয়া, সন্মানিত সদস্য জেডআরএফ, প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ও সম্মানিত সদস্য জেডআরএফ, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বাদল, সাধারণ সম্পাদক সোনালী দল ও সম্মানিত সদস্য জেডআরএফ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক মনিটর(শিক্ষক), ময়মনসিংহ বিভাগ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, ডিন ও সিন্ডিকেট সদস্য বাকৃবি, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড.মোঃ আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুক সহ অন্যান্য আমন্ত্রিত জেডআরএফ সদস্য ও কৃষিবিদ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, ছাত্রদল বাকৃবি শাখার নেতৃবৃন্দ, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জিয়া পরিষদের নেতৃবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অনুসারী সকলকে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠার মাধ্যমে আগামীর পথচলার পরামর্শ দেন। তিনি শহীদ জিয়ার জীবনাদর্শের উদাহরণ টেনে বলেন যে, যুগে যুগে এগুলো আমাদের অনুপ্রেরণা দিবে এবং দেশগঠনে পাথেয় হয়ে থাকবে। তিনি উপস্থিত শিক্ষকদের জিয়াউর রহমানের কৃষিনীতির উপর অধিকতর গবেষণা-পর্যালোচনার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন- শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান মহান নেতা। তিনি উপস্থিত সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শবান, দেশপ্রেমিক, সত্যবাদী, পরিশ্রমী এবং লড়াকু মনোভাব নিয়ে দেশগঠনে এগিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন যে, এটাই হবে আমাদের জন্যে শহীদ রাস্ট্রপতির প্রতি কন্ট্রবিউশন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং প্রধান অতিথিকে নিয়ে শিক্ষক কমপ্লেক্সে নিমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
Publish Date: 19 Jan, 2025