
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১০.০০ টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে শিক্ষকদের জন্যে "রাইটিং এএফটি সাব-প্রজেক্ট প্রপোজাল" শীর্ষক কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.জি.এম. মুজিবর রহমান, ডিন কৃষি অনুষদ,প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ডিন মাৎস্যবিজ্ঞান অনুষদ,প্রফেসর ড. মো: বাহানুর রহমান ডিন ভেটেরিনারি অনুষদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো:মোজাহার আলী।আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিসা পারভিন এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজা।সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এই কর্মশালা আয়োজনের পেছনে অবদানের জন্যে ভাইস-চ্যান্সেলর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষকদের অধিক মনোযোগী হয়ে এই কর্মশালাটি সম্পন্নকরণে পরামর্শ দেন যাতে করে ভবিষ্যতে বাকৃবির শিক্ষকবৃন্দ অধিক পরিমানে প্রজেক্ট নিয়ে আসতে পারেন।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো:মোজাহার আলী।
উল্লেখ উক্ত কর্মশালায় ২টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বমোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন ।
Publish Date: 15 Jan, 2025