Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবির বাউএক এর আয়োজনে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর আয়োজনে একই কেন্দ্রের আওতাভূক্ত সমিতির সদস্য-সদস্যাদের মাধ্যমে বাস্তবায়িত শীতকালীন সবজি চাষ কর্মসূচী ২০২৪-২৫ প্রদর্শনী ও মাঠ দিবস কর্মসূচী বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ২০২৫) সকাল ১১.০০টায় সুতিয়াখালী বড়বিলার পাড়ে  অনুষ্ঠিত হয়েছে। বাউএক পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, সিন্ডিকেট সদস্য ও ডিন কৃষি অনুষদ, বাকৃবি, প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিচালক বাউরেস, প্রফেসর ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ এবং প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, পরিচালক আইকিউএসি, বাকৃবি, ময়মনসিংহ। অতিরিক্ত পরিচালক ড. এনামুল হক সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম এবং কৃষক-কৃষাণীদের পক্ষে যথাক্রমে আসমা-উল হুসনা এবং সোহরাব উদ্দিন বক্তব্য রাখেন। প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার কৃষি প্রযুক্তিগুলো  বাউএকের মাধ্যমে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরামর্শ দেন এবং বাউএক কার্যক্রম অধিক মাত্রায় বিস্তৃত করার আহবান জানান। প্রফেসর ড. হুমায়ুন কবির কৃষিকাজে বিশেষত কৃষাণীদের এগিয়ে আসার জন্যে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের প্রয়াসে ট্রেনিং এর জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান বলেন ' নারী জাতি কৃষিকাজে এগিয়ে আসলে সে দেশ আর পিছিয়ে থাকবে না, তিনি বাউএক আওতাভুক্ত ১২০০ কৃষক-কৃষাণীকে ট্রেনিংয়ের মাধ্যমে মডেল ফার্মার হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান কৃষিতে মহিলাদের অংশগ্রহণ ক্রমাগত বেড়ে যাওয়াকে আমাদের জন্যে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করে বাউএকের এ ধরণের কর্মসূচী অব্যাহত রাখতে এবং কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের নিবিড় যোগাযোগের মাধ্যমে আমাদের কৃষি চীনের মত উন্নত কৃষির পর্যায়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর অর্থায়নে এবং বাউএকের ব্যবস্থাপনায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বড়বিলার পাড় গ্রামের ১৫০ জন কৃষক-কৃষাণী এবং বাকৃবির   এক্সটেনশন ডিপার্টমেন্টের মাস্টার্সের ১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Publish Date: 16 Jan, 2025