
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২৫তম এবং ২৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রবিবার (০৫ জানুয়ারি ২০২৫) সকাল ১০.০০ টায় কৃষি সম্প্রসারণ শিক্ষা ভবনের জিটিআই শ্রেণীকক্ষে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং ট্রেজারার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই-পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তার এবং লেকচারার মো: সবুজ রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড.মো: মোজাম্মেল হকসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইয়া তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আগত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ঐতিহাসিক গণআন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন প্রতিটি প্রশিক্ষণ থেকেই নতুন করে নিজেকে আপডেট করা যায় তাই সকল প্রশিক্ষণার্থীদের প্রতিযোগীতামূলক মনোভাব নিয়ে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে উপদেশ দেন । তিনি প্রশিক্ষণ সম্পন্ন করে পেশাগত ও সামাজিক জীবনে কর্মকর্তাদের অধিকতর স্মার্টনেস অর্জনের মধ্য দিয়ে সমাজ তথা দেশকে এগিয়ে নেয়ার তাগিদ দেন।
উল্লেখ্য, ০৫ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ২৫ দিনের এই দুটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ ক
Publish Date: 05 Jan, 2025