
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশন ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার বেলা ২.৩০টায় ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদীয় ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান , কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, চেয়ারম্যান ও সিইও মাল্টিমোড গ্রুপ অব কোম্পানিজ আব্দুল আউয়াল মিন্টু , সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন , মহাপরিচালক(বিনা) ড. মো: আবুল কালাম আজাদ,প্রফেসর (অব.) ড.মঈনুদ্দীন আহমদ,বাকৃবির অবসরপ্রাপ্ত ট্রেজারার মো: রাকিব উদ্দিন , প্রফেসর ড: মো: আনোয়ারুল হক এবং সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ হেলাল উদ্দিন। সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। সিন্ডিকেট অধিবেশনে শিক্ষা, গবেষণা, আর্থিক ও আপগ্রেডেশনসহ নানাবিদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Publish Date: 30 Dec, 2024