
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সিমেস্টার-১) শ্রেণীতে ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আগামী ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০:০০ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া
অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন ০৫ জানুয়ারি ২০২৫, রবিবার স্ব-স্ব অনুষদের ডিন মহোদয় কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। হল ভিত্তিক ওরিয়েন্টেশন ০৫ জানুয়ারি ২০২৫, রবিবার স্ব-স্ব হলের প্রভোস্ট মহোদয় কর্তৃক নির্ধারণ সময়ে সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি ২০২৫ ডিন মহোদয় কর্তৃক নির্ধারিত মাঠ গবেষণাগারসমূহ পরিদর্শন এর ব্যবস্থা রাখা হয়েছে। ০৬ জানুয়ারি ২০২৫, সোমবার ক্লাশ শুরু হবে। এছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন অর্থাৎ ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাশ বন্ধ এবং পরীক্ষাসমূহ স্থগিত থাকেবে।
Publish Date: 24 Dec, 2024