
বাকৃবির কর্মকর্তাদের ২৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জিটিআই এর ব্যাবস্থাপনায় পরিচালিত ২৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (১১ডিসেম্বর ২০২৪) সকাল ১২.০০ টায় কৃষি সম্প্রসারণ ভবনের জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো: শহীদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং ট্রেজারার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির। এছাড়াও আইকিউএসি পরিচালক ও প্রশিক্ষনের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবীব,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো: আসাদুজ্জামান সরকার,বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন,প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
লেকচারার তানিয়া আক্তার এবং লেকচারার মো: সবুজ রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপ-পরিচালক মো: আজিজুল হক, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: সাদেকুজ্জামান এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো: মঞ্জুর হোসেন। সভাপতি প্রফেসর ড.বেনতুল মাওয়া বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্যে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি প্রফেসর ড.মো: শহীদুল হক তাঁর বক্তব্যের শুরুতে এই বিজয়ের মাসে ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একই সাথে ২০২৪ সনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, শেখার কোন শেষ নেই এবং তিনি তাদেরকে স্কিল বাড়ানোর প্রতি নজর দেয়ার উপদেশ দেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগানোর তাগিদ দেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২৫ দিনের এই বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন এবং পারফরম্যান্স বিবেচনায় ৭ জন কর্মকর্তা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয় ।
Publish Date: 11 Dec, 2024