
বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ পালিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (০৫/১২/২৪) বাকৃবি ক্যাম্পাসে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোর হতে একটি বর্ণাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কৃষি অনুষদের সম্মুখে এসে শেষ হয়। র্যালী উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মাটির পরিচর্যা : পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’। দিবসটি পালনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০ঃ০০ টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক।
সহকারী অধ্যাপক ইমরান আহাম্মদ সিদ্দিকী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালিত হয়।বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে এবং এরই অংশ হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতি বছর দিবসটি পালন করছে।
Publish Date: 05 Dec, 2024