বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্রজনতার স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম।বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সভায় জুলাই বিপ্লবে আহত বাকৃবি কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান এই ঐতিহাসিক বিপ্লবের উপর স্মৃতিচারণ করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনা যুগে যুগে টিকে থাকবে, অন্যায়-অত্যাচার নিপীড়ন এবং জুলুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে সাহায্য করবে।
অনুষ্ঠানে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া পরিচালনা করা হয় এবং উত্তাল সেই দিনগুলোর উপর নির্মিত ক্লিপস প্রদর্শন করা হয়।