
বাকৃবিতে "ডাইমেনশন অব এগ্রোমেটেরলজি এন্ড ক্রপ মডেলিং এন্ড দেয়ার ইনক্রিজিং ইন্টারেস্ট ইন কারেন্ট এগ্রিকালচার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে এগ্রোমেটেরলজি ডিপার্টমেন্টের আয়োজনে মঙ্গলবার(২৬/১১/২৪) সকাল ১১.৩০ টায় অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের নিয়ে"ডাইমেনশন অব মেটেরলজি এন্ড ক্রপ মডেলিং, এন্ড দেয়ার ইনক্রিজিং ইন্টারেস্ট ইন কারেন্ট এগ্রিকালচার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইয়া। এগ্রোমেটেরোলজি বিভাগের প্রধান প্রফেসর ড.আহমেদ খাইরুল হাসান এর সভাপতিত্বে এবং লেকচারার উম্মে সুমাইয়া শাম্মী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, ডিন কৃষি অনুষদ, ড.মো:শাহ কামাল খান, প্রজেক্ট ডিরেক্টর এএমআইএসডিপি, ডিএই ঢাকা।সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড. মঈন-উস সালাম কনসালটেন্ট পার্টনার প্রজেক্ট বি.এ. আর.সি, ঢাকা, কি-ডিসকাসেন্ট ড.নুর আহমেদ খন্দকার ইন্সটিটিউশনাল নেগোসিয়েশন এক্সপার্ট এডিবি, ডিসকাসেন্ট স্পিকার ড. বিদ্যুৎ কুমার মহালদার দি চীফ অব পার্টি অব দি ইউএনডিএ ফুড ফর প্রোগ্রাম, বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রজেক্ট ঢাকা।
উল্লেখ্য যে এগ্রোমেটেরলজিক্যাল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডিএই এর অর্থায়নে অত্র বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক এই সেমিনারে অংশগ্রহণ করেছেন।
Publish Date: 26 Nov, 2024