
শেখা ও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষকদের প্রতি ভিসির আহবান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 'আইকিউএসি'র উদ্যোগে মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) সকাল ১০.০০ টায় পরিবেশ বিজ্ঞান বিভাগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের জন্যে "ওয়ার্কশপ অন এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট " শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা'র উপস্থিতিতে উক্ত কর্মশালার সঞ্চালনায় ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মুরাদ আহমেদ ফারুখ।বিশেষ অতিথি হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব এই কর্মশালার অর্থায়নের জন্যে ভাইস-চ্যান্সেলর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষকদের ধারাবাহিকভাবে শেখার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি সকল শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের প্রতি অধিক মনোযোগী এবং ধর্ম-বর্ণভেদে সমান আচরণ ও জেন্ডার-ইকুয়ালিটি বজায় রাখতে আহবান জানান। তিনি বলেন যে শেখার কোন শেষ নেই এবং প্রতিটি ট্রেনিংয়ে আমরা নতুন কিছু শিখি এবং পুরনো শেখা বিষয়গুলো নতুন করে চর্চিত হয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখাসহ সমাজ তথা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে শিক্ষকদের বিশেষভাবে গবেষণার উপর অধিক মাত্রায় মনোনিবেশ করার আহবান জানান। উল্লেখ যে উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন ।
Publish Date: 26 Nov, 2024