Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবির শিক্ষকদের 'চেঞ্জ মেকার' হিসেবে দায়িত্ব পালনের আহবান বাকৃবি ভিসির ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 'আইকিউএসি'র উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর ২০২৪) সকাল ১০.০০ টায় পরিবেশ বিজ্ঞান বিভাগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের জন্যে  "ওয়ার্কশপ অন এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট " শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ও ডীন, মাৎস্য বিজ্ঞান অনুষদ  প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব উপস্থিত শিক্ষকদের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে  ইতিবাচক ধ্যানধারণার দিকে ধাবিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে  ফজলুল হক ভূঁইয়া কোয়ালিটি এসুরেন্স সেলের কর্মকান্ডের প্রশংসা করেন এবং বলেন- কোয়ালিটি ডেভেলপমেন্টের মাধ্যমেই এই সমাজ তথা দেশ সারভাইভ করতে পারবে। তিনি বলেন, শেখার কোন শেষ নেই, প্রতিটি প্রশিক্ষণে আমরা নতুন নতুন কিছু শিখি এবং পুরনো শেখা বিষয়গুলো নতুন করে চর্চিত  হয়। তিনি সকলকে সমাজের নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলে ইতিবাচক ভাবধারায় চলতে আহবান জানান। তিনি  এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে শিক্ষার্থীদের প্রতি আরো মনোযোগী হওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনের 'চেঞ্জ মেকার ' হিসেবে দায়িত্ব পালনের জন্য উপস্থিত শিক্ষকদের প্রতি আহবান জানান। 


আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা কর্মশালায় উপস্থিত ছিলেন এবং  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষক  এতে অংশগ্রহণ করেন  ।


Publish Date: 25 Nov, 2024