
'সর্বপদে সর্বক্ষেত্রে সততা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে কাজ করতে হবে' - কর্মকর্তাদের উদ্দেশ্যে বাকৃবি ভিসি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 'আইকিউএসি'র উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সকাল ১০.০০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে কর্মকর্তাদের জন্যে "ওয়ার্কশপ অন এটিক্যাট ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট " শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হেলাল উদ্দীন এবং ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির কর্মকর্তাদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিব কর্মকর্তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে বদলে যেতে এবং এই বিশ্ববিদ্যালয় তথা সমাজকে বদলে দিতে আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতেই ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আর যাতে এধরণের জালিম সরকার রাস্ট্র ক্ষমতায় না আসতে পারে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে সেলক্ষ্যে কাজ করার আহবান জানান। তিনি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বজায় রাখাসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য- দক্ষ কৃষিবিদ তৈরী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন চাকুরীতে প্রত্যেকটা শ্রেণীই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা আছে সেজন্যে সবাইকে চাকুরীবিধি মেনে চলতে হবে। তিনি সকল সামাজিক অনাচারের বিরুদ্ধে সকল কর্মকর্তাদের সচেতন থাকার আহবান জানান এবং তিনি এই কর্মশালার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।