
সবাইকে অফিস সময় মেনে চলার নির্দেশনা দিলেন বাকৃবি ভিসি।
সবাইকে অফিস সময় মেনে চলার নির্দেশনা দিলেন ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । তিনি নিজ প্রতিষ্ঠানের ভাবমূর্তি বজায় রাখতে উপস্থিত প্রশিক্ষনার্থীদের এ নির্দেশনা প্রদান করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের এমএস ক্লাস রুমে অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসু্রেন্স সেল (আইকিউএসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের জন্য আয়োজিত "এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট" শীর্ষক কর্মশালার ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যের শুরুতেই ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে শেখার কোন বয়স নেই তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেগুলো সুপরিবর্তন ঘটায় তা শিখতে হবেএবং যেহেতু চাকুরীতে প্রত্যেকটা শ্রেণীই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা আছে সেহেতু সকল কর্মচারীকে তাদের প্রাপ্য সন্মান দিতে হবে। সেজন্যে তিনি সবাইকে চাকুরীবিধি মেনে চলার জন্যে আহবান জানান। । তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে অত্র প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করে কাজ করে যাওয়ার জন্য সবাইকে আহবান জানান।এছাড়াও তিনি অফিসের কর্মপরিবেশ উন্নত থেকে উন্নততর করার জন্যে ভবিষ্যতে আরো প্রশিক্ষণ ব্যবস্থার আশ্বাস দেন।
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন ।