Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন-২০২৪ উদ্বোধন।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খামার ব্যবস্থাপনা শাখায় সোমবার (১৮ নভেম্বর ২০২৪) সকাল ১১.০০টায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে  'আমন বীজ ধান কর্তন-২৪' উদ্বোধন করেছেন। বাকৃবির  প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী, ডীন কৃষি অনুষদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ  শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড.মোঃ মোশাররফ উদ্দীন ভুইয়া, শিক্ষক সমিতির সেক্রেটারি প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার ড. মোঃ হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, পরিচালক কৃষি মিউজিয়াম মনির উদ্দীন আহাম্মেদ,  পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক ক্রীড়া ও প্রশিক্ষণ বিভাগসহ আমন্ত্রিত  শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রধান খামার তত্ত্বাবধায়কের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন- অগ্রহায়ণ মাসে ধানকাটা আবহমান কাল ধরে গ্রাম বাংলার এক ঐতিহ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার এ কর্মসূচীকে তিনি সাধুবাদ জানান। তিনি আমাদের দেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বাকৃবি গবেষকদের ভবিষ্যত খাদ্য নিরাপত্তা তথা স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহবান জানান। এসময় তিনি একটি বিশেষ দিনকে 'কৃষি ও কৃষক' দিবস হিসেবে পালনের বিষয়েও অভিপ্রায় ব্যক্ত করেন। 

Publish Date: 18 Nov, 2024