
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসু্রেন্স সেল (আইকিউএসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত "এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট" শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী সোমবার (১৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের এম.এস. ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক-আইকিউএসি প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতেই ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করে এই আন্দোলনে জড়িতদের পাশে থাকার এবং সুযোগ হলে সাধ্যমতো সবাইকে পাশে দাঁড়াবার আহবান জানান। তিনি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বজায় রাখতে এবং সঠিক সময়ে সবাইকে অফিসে আসতে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন চকুরীতে প্রত্যেকটা শ্রেণীরই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা আছে, সেজন্যে সবাইকে চাকুরীবিধি মেনে চলার জন্যে আহবান জানান। তিনি যে সকল কর্মচারীদের জন্যে ড্রেস-কোড বহাল আছে তাদেরকে তা মেনে চলার নির্দেশনা দেন। তিনি এই কর্মশালার সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আইকিউএসি'র ট্রেনিংয়ের মাধ্যমে কর্মচারীদের অফিসের পরিবেশ উন্নত থেকে উন্নততর করার আহবান জানান।আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন সকল কর্মচারীকে এই প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় তথা সমাজকে বদলে দিতে হবে।
উল্লেখ্য, কর্মশালায় ১ম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন ।
Publish Date: 18 Nov, 2024