
বাকৃবি ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে আজ বুধবার (১৩/১১/২৪) সকাল ১১.০০টায় কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি প্রফেসর ড. মো: সামসুল আলম ,কলেজ গভর্নিং বডি চেয়ারম্যান প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীমসহ আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক বি.এম. আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের শৃংখলা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন ও মেনে চলার প্রতি আহবান জানান, তিনি ছাত্র- ছাত্রীদের জীবনের সর্বস্তরে ন্যায়পরায়ণতা ও সুশাসনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে আহবান জানান। এছাড়াও তিনি মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। তিনি কলেজ কর্তৃপক্ষকে সপ্তাহে একবার প্যারেড গ্রাউন্ডের আয়োজন করতে পরামর্শ দেন এবং সেখানে জাতীয় সংগীত ও রণ সংগীত চর্চার ব্যাবস্থা করতে বলেন। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দ্বাদশ শ্রেণির বি সেকশন ও রানার্সআপ এফ সেকশনের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Publish Date: 13 Nov, 2024