Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ-২০২৪ অনুষ্ঠিত ।

---------------------------------------------

বাকৃবি ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে  মঙ্গলবার(১২ নভেম্বর ২০২৪) সকাল ১০.০০টায় কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  হয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি  ছিলেন  ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,  কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও ডীন, মাৎসবিজ্ঞান অনুষদ প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এবং সচিব,  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড , ময়মনসিংহ প্রফেসর মো : সফিউদ্দিন সেখ । এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান পরিচালক বাউরেস,প্রফেসর ড. বেনতুল মাওয়া পরিচালক  জিটিআই  এবং  প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম  ,নিরাপত্তা কাউন্সিল চেয়ারম্যান,  মোহাম্মদ তৌফিকুল ইসলাম ,পরিচালক(ভারপ্রাপ্ত) জনসংযোগ ও প্রকাশনা, পরিচালক( ভারপ্রাপ্ত) ক্রীড়া ও প্রশিক্ষন বিভাগসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী  এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ছাত্র প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন  তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে ছাত্র-ছাত্রীরা অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে না আসলে আজ দেশের পরিস্থিতি ভিন্নতর হতো।এসময় 

তিনি ১৯৭৫ সনের ৭ই নভেম্বর থেকে পরবর্তীতে সকল ন্যায়ভিত্তিক আন্দোলনে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের সর্বাবস্থায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান এবং তাদেরকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজ দেশের উন্নতি তথা উন্নততর পৃথিবী  বিনির্মানের পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের  শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধা এবং মা-বাবার প্রতি সবসময় আন্তরিকতা ও সহানুভূতিশীল আচরণের উপদেশ দেন। তিনি শিক্ষার্থীদের  মেধার বিকাশ ঘটিয়ে দেশের জন্যে আকাশ ছোঁয়া উন্নয়ন ও অর্জন ধরে রাখার আহবান জানান।


Publish Date: 12 Nov, 2024