Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ শিক্ষক

বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪ জন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং ১জন শিক্ষক ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর ২০২৪) ঢাকায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এর পুরষ্কারপ্রাপ্ত গবেষকগণ হচ্ছেন, অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ (২০১৮, সিনিয়র ক্যাটেগরি),অধ্যাপক ড. এম.এ. রহিম, উদ্যানতত্ত¡ বিভাগ বিভাগ (২০১২,সিনিয়র ক্যাটেগরি), অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান, এনিম্যাল সায়েন্স বিভাগ (২০১২, জুনিয়র ক্যাটেগরি) এবং অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী, সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগ (২০১৭, সিনিয়র ক্যাটেগরি) । এছাড়া ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান। 

আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণ পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সভাপত্বি করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ সময় বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Publish Date: 09 Nov, 2024