
রোববার (১০ নভেম্বর ২০২৪) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, পাহাড়ি আর সমতলের সবাইকে নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তেই শহীদ জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। তিনি আরো বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন। কিন্তু বিএনপি কোনো ধরনের বৈষম্য বা বিভাজনে বিশ্বাস করে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন- আমি ৫২ দেখিনি ৬৯ দেখিনি তবে ১৯৭১ থেকে পরবর্তী রাষ্ট্রীয় প্রতিটি লড়াই-সংগ্রামের বাঁকে বাঁকে সরাসরি সম্পৃক্ত ছিলাম।তিনি আরো বলেন ৭ নভেম্বরের চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে হবে। পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা রয়ে গেছে। অতন্দ্র প্রহরী হিসেবে দেশের মানুষ সোচ্চার আছে। আন্দোলন সংগ্রামে বিএনপি সবসময় সাথে ছিল, আগামী দিনেও থাকবে।
সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শাহজাহান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাকৃবি'র উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এমএ বারী, ড্যাব নেতা ডা. ওয়ালিউল্লাহ, ডা. একেএম মুসা শাহীন, অ্যাডভোকেট নুরুল হক, বাকৃবির শিক্ষক প্রফেসর ড. রফিকুল ইসলাম সরদার, ড. একেএম আজাদ, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. খায়রুল ইসলাম, অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষিবিদসহ বিভিন্নসেক্টরের পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
Publish Date: 10 Nov, 2024