Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে প্রথমবারের মতো রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

বাকৃবিতে প্রথমবারের মতো রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। "এ রোড টু ইনোভেশন" স্লোগানে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে রিসার্চ ক্লাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ক্লাবটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাকৃবি রিসার্চ ক্লাবের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণার শিক্ষাদান, একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জন, উদ্ভাবন এবং পেশাদারিত্ব বিকাশের সুযোগ প্রদান। ক্লাবটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচালিত হবে, যা রাজনীতি, ধর্ম, জাতি, বর্ণ এবং গোষ্ঠীর প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন।


রিসার্চ ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক ড. এ.কে.এম. আবদুল্লাহ আল-আমিন বলেন, এই ক্লাব শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করে নতুন জ্ঞান সৃষ্টি, বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এবং সামাজিক প্রভাব বাড়ানোসহ বৈশ্বিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে।


ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বলেন, "রিসার্চ ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক গবেষণায় অনুপ্রাণিত করা।" তিনি আরও যোগ করেন, "আমরা তাদের গবেষণার ধারণা প্রদান, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, এবং বাস্তবায়নের কৌশল শেখাব।" ক্লাবটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত করার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেবে। এছাড়াও, গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, উপস্থাপনা, এবং প্রযুক্তিগত দক্ষতার উপর সেশন আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, রিসার্চ ক্লাব নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আন্তঃবিভাগীয় গবেষণার জন্য সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে। ক্লাবের কার্যক্রমের মধ্যে গবেষণা প্রস্তাবনা লেখা, তহবিল সংগ্রহের কৌশল শেখানো, এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করতে গবেষণা প্রতিযোগিতার আয়োজনের বিষয়টিও অন্তর্ভুক্ত।

বাকৃবিতে প্রথমবারের মতো রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

Publish Date: 07 Nov, 2024