শহীদ নাজমুল আহসান মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
--------------------------------------------------------------
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহীদ নাজমুল আহসান হল মাঠে বুধবার (৬ নভেম্বর ২০২৪ ) বিকালে অনুষ্ঠিত হয়েছে । বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন এবং অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবীর এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম।