কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টূর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত।
কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে আজ ০৭ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩০ টায় আন্তঃশ্রেণী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অত্র স্কুলের অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণি দুটো দল অংশগ্রহণ করে। বাকৃবি' শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বক্তব্যের শুরুতেই ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা শারীরিক অক্ষমতায় পতিত হয়েছেন সে সকল বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান এবং ফুটবল খেলাকে আরও এগিয়ে নেয়ার পরামর্শ দেন।