
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) পোনা মাছ অবমুক্তকরণ-২০২৪ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাকৃবির ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, সকাল ১০ টায় পোনা মাছ ছেড়ে বাকৃবি'র বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া।
বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে জেলা মৎস্য দপ্তর, ময়মনসিংহের আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
__________
জনসংযোগ ও প্রকাশনা দফতর।
Publish Date: 04 Oct, 2024