Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত

বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান বিভাগ ও এগ্রোমেটিওরোলজি বিভাগের যৌথ আয়োজনে ৫ জুন (বুধবার) বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় “জমি পুণরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা”। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে বৃক্ষরোপণ এবং সাড়ে ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আবদুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আ.খ.ম গোলাম সারোয়ার। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রঞ্জন দাস। সেমিনারে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল বলেন, প্রতিনিয়তই পরিবেশের উপর অবিচার হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। এবছরের অসহনীয় তাপমাত্রা বৃদ্ধি যার উৎকৃষ্ট প্রমাণ। অগণিত হারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের ব্যাপারে অনুৎসাহিত ও সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 


Publish Date: 05 Jun, 2024