
বাকৃবিতে জাতীয় শিশু দিবস পালিত
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ ১৭ মার্চ ২০২৪ সকাল সাড়ে ৯টায় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আফরিনা মোস্তারির সঞ্চালনায় জাতীয় দিবস উদযাপন কমিটি ও প্রক্টর কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, প্রভোস্ট কাউন্সিল, অফিসার পরিষদ, ছাত্রলীগ, শিশু-কিশোর কাউন্সিল, বিশ্ববিদ্যালয় ক্লাব, সাহিত্য সংঘ, কেবি হাই স্কুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারি বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে পর্যালোচনা করলে দেখা যায়, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু স্বাধীনচেতা, সংগ্রামী, সাহসী, দূরদর্শী ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের ফসল হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শিশুদের জন্য তার অন্যরকম আবেগ অনুমতি কাজ করতো। শিশু-কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। তিনি কোমলমতি শিশু কিশোরদের প্রাণাধিক ভালবাসতেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে শিশু কিশোর কাউন্সিল শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সাড়ে ১০টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কিত নির্ধারিত কবিতা আবৃত্তি, ছড়া এবং গান পরিবেশনার আয়োজন করেছে। সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে স্ব-স্ব উপাসনার সময় বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।
Publish Date: 17 Mar, 2024