
বাকৃবিতে প্রবীণ হিতৈষীদের স্বাস্থ্য ক্যাম্প
প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি আয়োজনে টিএসসি কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা ও স্বাস্থ্য ক্যাম্প-২০২৪ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান এর সঞ্চালনায় প্রবীণ হিতৈষীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা, কৃষিবিদ ড. মোহাম্মদ আলি আসগর খান।
এছাড়াও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাঈদুর রহমান, মচিমহা ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান, বাকৃবি ডেপুটি চীফ মেডিকেল অফিসার কাম প্যাথলজিস্ট ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ আবুল কালাম মোহাম্মদ আজাদ। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Publish Date: 01 Feb, 2024