
বাকৃবিতে ‘মেহেদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিশু কিশোর কাউন্সিলের অন্তর্ভুক্ত ক্রীড়া সংগঠন পূর্বাশা ক্লাবের আয়োজনে ‘মেহেদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহীদ শামসুল হক হল মাঠে ১১ জানুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) বিকেল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন সুতিয়াখালী একাদশ এবং রানার্স আপ আইডিআরএন।
অনুষ্ঠানে পূর্বাশা ক্লাবের সভাপতি প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বদিউজ্জামান খান এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আজিজুর রহমান রিপনের সঞ্চালনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ক্রীড়া এক ধরনের শিক্ষা যেখানে খেলোয়াড়বৃন্দ শক্তিশালী শারীরিক ও মানসিক গঠন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা পায়। পূর্বাশা ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলো এ ধরনের খেলাধুলা আয়োজন করবে যেন বাকৃবিতে সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশ তৈরী হয় এবং নতুন খেলোয়ার বের হয় যা বাংলাদেশের ক্রিকেট আরোও সমৃদ্ধ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং উভয় দলের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত খেলা উপভোগকারী দর্শক উপস্থিত ছিলেন।
Publish Date: 11 Jan, 2024