
নানা আয়োজনে বাকৃবিতে বিজয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে কুচকাওয়াজ, শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়েছে।
দিনের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে শিশু কিশোর কাউন্সিলের পরিচালনায় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং সাড়ে ৭টায় শিক্ষক সমিতির আয়োজনে বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
এসময় বাকৃবি উপাচার্য বলেন, বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী মানুষদেরকে সাথে নিয়ে সংগ্রাম করে এনে দিয়েছেন লাল সবুজের একটি পতাকা। এই মুক্তি সংগ্রামের জন্য প্রাণ দিয়েছেন এদেশের অনেক মহতি বীর সন্তান। যে স্বপ বা লক্ষ্য নিয়ে তারা এ আত্মত্যাগ করেছেন তা সত্যিকার অর্থে তখনই বাস্তবায়িত হবে যখন আমরা সুজলা সফলা শস্য শ্যামলা একটি বাংলাদেশ গড়বো যেখানে কোন দুঃখ, দারিদ্রতা, কষ্ট থাকবে না তথা দেশটি একটি উন্নত দেশের কাতারে যাবে। সেই লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের কাজে আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলশ্রæতিতে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আমাদের দেশের মাথাপিছু আয় এখন ২৭৭৩ ডলার। এই উন্নয়নের ধারা বজায় থাকলে আশা করা যায় অচিরেই আমাদের মাথাপিছু আয় ৪০০০ ডলারে উন্নীত হবে এবং বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে। বিজয় দিবসের শপথ একটাই হোক, যেকোন মূল্যে আমরা আমাদের বাংলাদেশের উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ হতে দিব না এবং এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে নিরন্তন কাজ করে যাব।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
Publish Date: 16 Dec, 2023