
বাকৃবিতে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির ২২তম কনফারেন্স অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির ২২তম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ (শনিবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্স উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা স্বল্প জমিতে তুলনামূলকভাবে অধিক উৎপাদনের মাধ্যমে ১৮ কোটি মানুষের খাবারের যোগানের ব্যবস্থা করেছে। কৃষি বিজ্ঞানীগণই কৃষি ক্ষেত্রে প্রযুক্তিকে পরিচয় করিয়েছেন। নিরাপদ কৃষি উৎপাদনের প্রতি বিশেষ আহবান জানিয়ে তিনি আরাও বলেন, শুধু কৃষি পন্য উৎপাদন বাড়ালেই হবে না সেই সাথে নিরাপদ কৃষি পন্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। নিরাপদ কৃষি পন্য উৎপাদনে কৃষিতত্ত¡বিদদেরই প্রধান ভূমিকা রাখতে হবে। কৃষককে পরিমিত বিষ এবং সার ব্যবহারে বাধ্য করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আরো কঠোর হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃষি প্রযুক্তিকে আরো উন্নত করতে ভার্টিক্যাল কৃষি, নিয়ন্ত্রিত কৃষির ওপর জোর দিতে হবে। আমাদের শুধুমাত্র স্মার্ট কৃষি হলেই হবে না বরং স্মার্ট কৃষক তৈরীতে বিশেষ নজর দেয়া প্রয়োজন।
বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির সভাপতি ড. নূর আহমেদ খন্দকার এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাও এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সাসো মার্টিনভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, ইউজিসি প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ড. মইন উস সালাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবদুল কাদের এবং বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মাহফুজা বেগম। এসময় বক্তারা কৃষিকে কৃষকের কাছে লাভজনক করতে উৎপাদন বৃদ্ধি, খরচ এবং রিস্ক কমানো এবং মাটির উর্বরতা বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে আহবান জানান। অনুষ্ঠানের সমগ্র বাংলাদেশ থেকে আগত প্রায় পাঁচ শতাধিক কৃষিতত্ত¡বিদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Publish Date: 10 Dec, 2023