
বাকৃবিতে শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স এন্ড টেকনোলজি এর শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে কৃষি অনুষদীয় কনফারেন্স হলে শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স এন্ড টেকনোলজি এর শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রোমেটিওরোলজি ইনফরমেশন সিস্টেম ডেভেলাপমেন্ট প্রজেক্ট এর পৃষ্ঠপোষকতায় ০৮ নভেম্বর ২০২৩ (বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বাকৃবি এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. এ. বি. এম. আরিফ হাসান খান রবিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রোমেটিওরোলজি ইনফরমেশন সিস্টেম ডেভেলাপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন স্কুয়াস্ট এর প্ল্যানিং ও মনিটরিং ডাইরেক্টর ড. হারুন রশিদ নায়েক।
অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত আদান-প্রদান শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় সহযোগিতা করবে। এছাড়াও তিনি আরোও বলেন, উভয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতক শিক্ষার্থীদের ইন্টার্নশীপের জন্য ভালো সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Publish Date: 08 Nov, 2023