
বাকৃবিতে ‘‘শেখ রাসেল দিবস’’ পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বৃক্ষরোপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলীর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বেদিতে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ ও প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম।
পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে জাতীয় দিবস উদযাপন কমিটি ও প্রক্টর কার্যালয়, ডিন কাউন্সিলের আহবায়ক, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক এবং বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা সংঘ, বাউরেস, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষি পরিষদ, সাংবাদিক সমিতি, সাহিত্য সংঘ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কে.বি. সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, শিশু নিকেতন, শিশু বাগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন।
Publish Date: 18 Oct, 2023