
বাকৃবি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন ভেটেরিনারি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ আয়োজিত আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে ভেটেরিনারি অনুষদ ও রানার্স আপ কৃষি অনুষদ।
বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে রবিবার (১৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্র্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী, কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি শাখার সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Publish Date: 16 Oct, 2023