Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে কৃষকদের মাঝে বাউ মিষ্টিআলু-৫ এর চারা বিতরণ।



বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (০৮ অক্টোবর) ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ এর আয়োজনে ০৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন মাঠ গবেষণাগারে বাকৃবি কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকালীন ও পুষ্টিগুণসম্পন্ন বাউ মিষ্টিআলু-৫ এর চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বলেন মিষ্টিআলু একটি পুষ্টিকর খাদ্য, মিষ্টিআলুতে ভিটামিন এ,বি,সি,ই,কে এবং অনেক খনিজ পদার্থ আছে, ভাতের পাশাপাশি মিষ্টিআলু খাওয়ার চেষ্টা করা এবং মিষ্টিআলু নিয়ে আরো গবেষণা এবং গবেষণার ফলাফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান।
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জি.এইচ.এম. সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মাহফুজা বেগম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক ড. সুশান্ত কুমার প্রামাণিক এবং ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. দেবাশীষ চন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর এবং প্রধান গবেষক ড. এ.বি.এম আরিফ হাসান খান রবিন, তিনি বলেন বাউ মিষ্টিআলু-৫ উচ্চ ফলনশীল জাতীয় খাদ্য ফসল। উপযুক্ত পরিচর্যা পেলে বাউ মিষ্টিআলু-৫ হেক্টর প্রতি ৩০ টনের বেশি ফলন দিতে সক্ষম। বাউ মিষ্টি আলু-৫ এর প্রতিটি গাছে ১ থেকে ১.৫ কেজি মিষ্টিআলু পাওয়া যায়। তিনি আরো বলেন বাউ মিষ্টিআলু-৫ একটি আগাম জাতীয় জাত, এ জাতটি থেকে ৯০ দিনেও মিষ্টিআলু তোলা সম্ভব। তবে ১০০ থেকে ১১০ দিন বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। বাউ মিষ্টিআলু-৫ সারা বছর চাষযোগ্য তবে রবি মৌসুমে এর ফলন সবচেয়ে বেশি। বর্ষাকালে চাষ করা গেলেও ফলন তুলনামূলকভাবে কম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ফাবি হক এর সঞ্চালনায় বাউ মিষ্টিআলু-৫ এর চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী প্রফেসর এবং সহযোগী গবেষক ড. জোবেদাতুন নাহার।
এছাড়াও চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও উপ-পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও ময়মনসিংহের বাকৃবি সংলগ্ন বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 08 Oct, 2023