
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (২৬ আগস্ট): জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৬ আগস্ট (শনিবার) বিকাল ০৩টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কৃষি ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এর পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এম.পি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাকবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম।
সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ ও সাধারন সম্পাদক প্রফেসর ড. আতিকুর রহমান খোকন, বাকৃবি নীল দল এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান।
আলোচনা সভায় বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Publish Date: 27 Aug, 2023