Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, পুষ্টি যোগানেও সমৃদ্ধশালী হবে- বিশ্ববিদ্যালয় দিবসে বাকৃবি ভিসি

বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, পুষ্টি যোগানেও সমৃদ্ধশালী হবে- বিশ্ববিদ্যালয় দিবসে বাকৃবি ভিসি
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথমে আসে খাদ্য। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন খাদ্য চাহিদা পূরণ করতে হলে কৃষিবিদদের যোগ্য সম্মাননা দিতে হবে। সে লক্ষ্যে ১৯৭৩ সনের ১৩ ফেব্রæয়ারি তিনি এক অবিস্মরণীয় ঘোষণার মধ্য দিয়ে কৃষিবিদদের যোগ্য সম্মাননা দিয়েছিলেন। তার ফলসরুপ আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাকৃবির শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মকর্তা সবাই একযোগে কাজ করলে ভবিষ্যতে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, পুষ্টি যোগানেও সমৃদ্ধশালী হবে।
১৮ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচীতে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। তিনি আরোও বলেন, বাংলাদেশের প্রতিটা বিভাগে বাকৃবি গ্র্যাজুয়েটরা নেতৃত্ব দিচ্ছে। কৃষি বিভাগ থেকে শুরু করে যেকোনো সাধারণ বিভাগ এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর মতো বিভাগেও বাকৃবি গ্র্যাজুয়েটগণের পদচারণা রয়েছে। শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মকর্তা সবাই এই সাফল্যে বা গর্বের দাবিদার।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। পরবর্তীতে কবুতর অবমুক্তকরণ, হ্যালিপ্যাড থেকে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর পর্যন্ত র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ, ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ‘শিক্ষা, গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক এর সঞ্চালনায় অনুষদ ও বিভাগের পক্ষে উপস্থাপনা করেন ডিন পরিষদের আহবায়ক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী, ভেটেরিনারি অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, পশু পালন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মুস্তাফিজুর রহমান, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Publish Date: 18 Aug, 2023