
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ২৮ সেপ্টেমবার ২০২১ঃ বাংলাদেশের উন্নয়নের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজ ২৮-০৯-২০২১ ইং মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় গাছের চারা রোপণ ও বিতরণ এবং দুপুর ১২:৩০ ঘটিকায় কে. আর. মার্কেটে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এ এস মাহফুজুল বারি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন, প্রক্টর ড. মুহাম্মদ মহির উদ্দীন, বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, পরিকল্পনা ও উন্নয়ন এর পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ এনামুল হক।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবদুস সালাম এর স ালনায় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ তানভীর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ইসমত আরা বেগম, ফিসারিস টেকনোলজি বিভাগের প্রফেসর ড. ফাতেমা হক শিখা, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফৌজিয়া সুলতানাসহ আরো অনেক শিক্ষক-শিক্ষার্থী, বাকৃবি তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, কারিগরি কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
(ড. আমিনুর রহমান চৌধুরী)
পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দফতর