
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং জিটিআই এর পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ১ মার্চ ২০২০ সকাল ১০ টা জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
জিটিআই এর পরিচালক প্রফেসর মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আক্্তারুজ্জামন এবং মাৎস বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আহসান বিন হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, জিটিআই কর্তৃক পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বুনয়াদি প্রশিক্ষণ কোর্স সারাদেশে ব্যাপক সমাদৃত। এর মাধমে প্রশিক্ষনার্থীগণ প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতার আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বভূমিকা পালন করতে পারবে। পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকগণ একটি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. নজরুল ইসলাম।