
উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বাকৃবিতে কৃষিবিদ দিবস-২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মাঝে ছিল বর্ণাঢ্য র্যালি, আতশবাজি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি.। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেআইবি’র নেতৃবৃন্দ এবং কৃষি সেক্টরের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
উদ্বোধনীপর্বে বর্ণাঢ্য র্যালি শেষে মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্র্পণ করেন ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম(বাউরেস) পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান।
Publish Date: 16 Feb, 2020