
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি’ কর্তৃক আয়োজিত ‘ডেঙ্গুজ্বর, নিউরোলজি ও ইউরোলজি’ সম্পর্কিত সচেতনতামূলক এক সেমিনার গত (২৬ অক্টোবর ২০১৯) শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। প্রফেসর ড. মোঃ আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন যথাক্রমে বাকৃবি’র চীফ মেডিক্যাল অফিসার ডাঃ ফয়েজ আহমেদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ মোঃ আফজালুর রহমান এবং জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও নিউরোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ নূরুল আলম বাশার। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতির’ সাধারণ সম্পাদক খন্দকার হাফিজুর রহমান।
Publish Date: 30 Oct, 2019