
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাউরেস এবং মালয়েশিয়ার সাবা বিশ্ববিদ্যালয়ের যোথৗ উদ্যোগে আয়োজিত গত (১৯-২০ অক্টোবর) দুই দিনব্যাপী সাসটেইনেবল এগ্রিকালচার(আইসিএসএ)-২০১৯ শীর্ষক কর্মশালার উদ্বোধনী গত (১৯ অক্টোবর ২০১৯) শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আর্কিটেক ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বাউরেস পরিচালক এবং আর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. এম.এ.এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেস এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ড. এফ.এইচ.আনসারী অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এফ.এ.ও প্রতিনিধি ড. নূর আহমেদ খন্দকার, প্রফেসর ড. মাহফুজুল হক এবং প্রফেসর ড. মোঃ আলমগীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আর্কিটেক ইয়াফেস ওসমান বলেন কৃষিতে বাংলাদেশ খুব দ্রæত উন্নতি করছে এবং তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার কারনেই। উল্লেখ্য, কর্মলালায় বাংলাদেশসহ ৯টি দেশের ২৪জন বিদেশী প্রতিনিধিসহ দুইশতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
Publish Date: 20 Oct, 2019