
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ আয়োজিত আন্তঃঅনুষদ হ্যান্ডবল (ছাএ-ছাএী) প্রতিযোগিতা- ২০১৯ এর সমাপনী গত (০১ অক্টোবর ২০১৯) মঙ্গলবার ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলাকে সহ শিক্ষার অংশ হিসেবে গন্য করা হয়; কেননা খেলাধূলা শরীর, মন এবং স্বাস্থ্যকে সতেজ রাখে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ। প্রতিযোগিতায় ছেলেদের ফাইনাল খেলায় কৃষি অনুষদ পশু পালন অনুষদকে পরাজিত করে। প্রথমপর্বে অনুষ্ঠিত মেয়েদের খেলায় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ মাৎস্যবিজ্ঞান অনুষদকে পরাজিত করে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Publish Date: 02 Oct, 2019