
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ডে-ক্যাম্প ও তাবুঁবাস এবং দিনব্যাপি ডেঙ্গু সচেতনতা প্রোগ্রামসহ র্যালি, বৃক্ষ রোপন, স্কাউট ওন, হাইকিং ইত্যাদি গত ০১ ও ০২ আগস্ট, ২০১৯ দুইদিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি ডেঙ্গু সচেতনতা প্রোগ্রামসহ বৃক্ষ রোপন, স্কাউট ওন এর প্রধান অতিথি ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এবং স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা রোভারের সাধারন সম্পাদক ড. মোঃ জহিরুল আলম ও বাকৃবির প্রফেসর ড. ছাদেকা হক। এদের মধ্যে উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে ছিল বাকৃবি ক্যাম্পাসে হল এলাকা, টিএসটি চত্বর ও ক্যাম্পাসের আবাসিক এলাকায় ডেঙ্গু সচেতনতা প্রোগ্রামসহ র্যালি । দুইদিন ব্যাপি প্রোগ্রামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন রোভার ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন এবং বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেন। ০২ আগস্ট, ২০১৯ইং রাত্রে তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।
Publish Date: 05 Aug, 2019